রাজশাহী নগরীতে নানা অভিযোগে বিতর্কিত হয়ে পড়া মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হাসানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
শনিবার (২৩ আগস্ট) রাতে ভদ্রা হজের মোড় এলাকায় তার ভাড়া বাসা থেকে তাকে ধরে এনে গণপিটুনি দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় মাহবুবকে রাজশাহীর চন্দ্রিমা থানায় সোপর্দ করেন স্থানীয়রা। পুলিশ পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের অভিযোগ, ডিবিতে কর্মরত থাকাকালে মাহবুব হাসান ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায় করতেন। বিভিন্ন সময় মাদক দিয়ে ফাঁসানোর হুমকি, আটক ও হয়রানির মতো কার্যকলাপে তিনি জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় মাহবুবের বিরুদ্ধে একাধিক মামলা হয়। পরে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সেপ্টেম্বরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বরখাস্ত করে।
চাকরিচ্যুতির পর থেকে তিনি পদ্মা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন। তবে সম্প্রতি স্থানীয়রা তার অবস্থান শনাক্ত করে বাসা ঘেরাও করে। এরপর তাকে বের করে এনে গণপিটুনি দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়।
চন্দ্রিমা থানার ওসি মেহেদী মাসুদ জানান, আহত অবস্থায় মাহবুবকে হাসপাতালে পাঠানো হয়েছে। আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানিয়েছেন, তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।