8:48 pm, Sunday, 24 August 2025

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারত ফ্রান্সের একটি কোম্পানির সহযোগিতায় যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি ও উন্নয়নের কাজ শুরু করেছে। শুক্রবার (২২ আগস্ট) নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের মে মাসে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (এএমসিএ) প্রোটোটাইপ অনুমোদন দেওয়া হয়েছে। এটি ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারত নিজস্বভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে এগিয়ে যাচ্ছে এবং এ কাজে ফরাসি প্রতিষ্ঠান সাফরানের সহযোগিতা নেওয়া হচ্ছে।

রাজনাথ সিং কোম্পানির নাম প্রকাশ না করলেও ভারতীয় গণমাধ্যমে জানা গেছে, দীর্ঘ সময় ধরে সাফরান ভারতের বিমান ও প্রতিরক্ষা খাতে কাজ করছে। ভারতের সামরিক বাহিনী আধুনিকীকরণ ও স্থানীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার কোয়াড জোট উল্লেখযোগ্য।

গত এপ্রিলে ভারত ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য কয়েক বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

Update Time : 09:44:35 am, Sunday, 24 August 2025

ভারত ফ্রান্সের একটি কোম্পানির সহযোগিতায় যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি ও উন্নয়নের কাজ শুরু করেছে। শুক্রবার (২২ আগস্ট) নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের মে মাসে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (এএমসিএ) প্রোটোটাইপ অনুমোদন দেওয়া হয়েছে। এটি ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারত নিজস্বভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে এগিয়ে যাচ্ছে এবং এ কাজে ফরাসি প্রতিষ্ঠান সাফরানের সহযোগিতা নেওয়া হচ্ছে।

রাজনাথ সিং কোম্পানির নাম প্রকাশ না করলেও ভারতীয় গণমাধ্যমে জানা গেছে, দীর্ঘ সময় ধরে সাফরান ভারতের বিমান ও প্রতিরক্ষা খাতে কাজ করছে। ভারতের সামরিক বাহিনী আধুনিকীকরণ ও স্থানীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার কোয়াড জোট উল্লেখযোগ্য।

গত এপ্রিলে ভারত ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য কয়েক বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে।