10:05 am, Sunday, 24 August 2025

ঢাকায় তৌহিদ–ইসহাক বৈঠক, ছয়টি দ্বিপক্ষীয় চুক্তি হতে পারে সই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ (রোববার, ২৪ আগস্ট) ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রথমে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন দুই মন্ত্রী। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সংস্কৃতি বিনিময়, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, ফরেন সার্ভিস একাডেমি ও রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ইত্যাদি বিষয় গুরুত্ব পাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু– ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভক্ত পাকিস্তানের সম্পদের ন্যায্য হিস্যা আদায়ের মতো বিষয়ও আলোচনায় আসতে পারে।

ইসহাক দার দুই দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান। এক যুগ পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। সফরে তিনি বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আজ বিকেলে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক মহল মনে করছে, ছাত্র–জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে সরাসরি জাহাজ চলাচল, ভিসা সহজীকরণ, বিমান চলাচলের উদ্যোগসহ বেশ কিছু দৃশ্যমান অগ্রগতি দুই দেশের সম্পর্কে উষ্ণতা এনেছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত, আহত ১

ঢাকায় তৌহিদ–ইসহাক বৈঠক, ছয়টি দ্বিপক্ষীয় চুক্তি হতে পারে সই

Update Time : 09:33:05 am, Sunday, 24 August 2025

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ (রোববার, ২৪ আগস্ট) ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রথমে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন দুই মন্ত্রী। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সংস্কৃতি বিনিময়, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, ফরেন সার্ভিস একাডেমি ও রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ইত্যাদি বিষয় গুরুত্ব পাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু– ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভক্ত পাকিস্তানের সম্পদের ন্যায্য হিস্যা আদায়ের মতো বিষয়ও আলোচনায় আসতে পারে।

ইসহাক দার দুই দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান। এক যুগ পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। সফরে তিনি বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আজ বিকেলে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক মহল মনে করছে, ছাত্র–জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে সরাসরি জাহাজ চলাচল, ভিসা সহজীকরণ, বিমান চলাচলের উদ্যোগসহ বেশ কিছু দৃশ্যমান অগ্রগতি দুই দেশের সম্পর্কে উষ্ণতা এনেছে।