নাইজেরিয়ার বিমান বাহিনী ক্যামেরুন সীমান্তে এক অভিযান চালিয়ে অন্তত ৩৫ সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে। এই হামলা উত্তর-পূর্ব নাইজেরিয়ায় জঙ্গি হামলা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সামরিক বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে চালানো হয়েছে। বিমান হামলার লক্ষ্যবস্তুতে চারটি অবস্থান ধ্বংস করা হয়, যার পর স্থল সেনাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে।
নাইজেরিয়ার এই অঞ্চলে বোকো হারাম ও আইএসআইএল (আইএসডব্লিউএপি)–এর হামলা বৃদ্ধি পেয়ে সেনা ঘাঁটি দখল ও অস্ত্র লুটের ঘটনা ঘটাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১৬ বছরে এই সংঘাতে ৩৫ হাজারের বেশি বেসামরিক নিহত ও ২০ লাখের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে ৩৪৬ মিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে।