দেশজুড়ে কয়েকদিন ধরে চলমান বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার (২৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় থাকায় আগামীকাল সোমবারের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এর প্রভাবে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিসহ ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অতি ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামী দুই-তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। আবহাওয়াবিদরা বলছেন, এই সময়ে ঝুঁকিপূর্ণ এলাকায় জলাবদ্ধতা ও নদ-নদীর পানি বৃদ্ধির আশঙ্কাও তৈরি হতে পারে।