লা লিগায় দারুণ নাটকীয় এক ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিয়েছে বার্সেলোনা। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে লেভান্তেকে ৩-২ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের শুরুতে চমক দেখায় স্বাগতিক লেভান্তে। ১৫তম মিনিটে ইভান রোমেরোর গোল এবং প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে নোগালেসের গোল বার্সাকে পিছিয়ে দেয় ২-০ ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে দারুণভাবে ফেরে কাতালানরা। ৪৯ মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে পেদ্রির জোরালো শটে ব্যবধান কমায় বার্সা। মাত্র তিন মিনিট পর রাফিনিয়ার কর্নার থেকে ফেররান তোরেসের দুর্দান্ত ভলিতে সমতায় ফেরে তারা।
শেষ মুহূর্তে আরও কয়েকটি আক্রমণ আটকে দেন লেভান্তের গোলরক্ষক। তবে যোগ করা সময়ে লেভান্তের ডিফেন্ডার এলজেজাভালের আত্মঘাতী গোলে ম্যাচ নিশ্চিত হয় বার্সেলোনার পক্ষে।
পুরো ম্যাচে ৮৩ শতাংশ সময় বল দখলে রেখে ২৬টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে লেভান্তে ৮ শটের মধ্যে ৫টি ছিল টার্গেটে। জয় দিয়ে মৌসুমের প্রথম দুই ম্যাচ শেষ করল বর্তমান চ্যাম্পিয়নরা। এতে পয়েন্ট টেবিলের শীর্ষেও রয়েছে বার্সেলোনা। আগামী রোববার তাদের প্রতিপক্ষ রায়ো ভায়েকানো।