10:03 pm, Saturday, 23 August 2025

১৩ বছর পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

১৩ বছর পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ সফরে এলেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে ‘দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেছে।

দুই দিনের সফরে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু স্থান পাবে।

সফরকালে বাণিজ্যসহ বিভিন্ন খাতে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই দুই দেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য, কূটনৈতিক ভিসা মুক্ত ব্যবস্থা এবং যৌথ বাণিজ্য কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিদায়ের পর থেকে দুই দেশের সম্পর্কে নতুন উষ্ণতা তৈরি হয়েছে। শেহবাজ শরীফ ও ড. ইউনূসের একাধিক বৈঠকের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে ব্যর্থ হওয়ায় ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

১৩ বছর পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Update Time : 12:37:41 pm, Saturday, 23 August 2025

দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ সফরে এলেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে ‘দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেছে।

দুই দিনের সফরে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু স্থান পাবে।

সফরকালে বাণিজ্যসহ বিভিন্ন খাতে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই দুই দেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য, কূটনৈতিক ভিসা মুক্ত ব্যবস্থা এবং যৌথ বাণিজ্য কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিদায়ের পর থেকে দুই দেশের সম্পর্কে নতুন উষ্ণতা তৈরি হয়েছে। শেহবাজ শরীফ ও ড. ইউনূসের একাধিক বৈঠকের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে।