গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আবারও রক্ত ঝরল। সর্বশেষ হামলায় আরও অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা গাজায় চলমান সহিংসতায় মৃতের সংখ্যা ৬২ হাজার ২৬৩ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার।
শুক্রবার (২২ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায়ই ৭১ জন নিহত এবং ২৫১ জন আহত হন। পাশাপাশি, মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও ২৪ জন নিহত ও ১৩৩ জন আহত হন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে আছেন। অনেকের মরদেহ এখনো উদ্ধার সম্ভব হয়নি। ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
অবস্থা এতটাই ভয়াবহ যে, খাদ্য ও চিকিৎসাসেবার অভাবে আরও দুইজনের মৃত্যু হয়েছে অনাহারে। অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জন, যাদের মধ্যে ১১২ জন শিশু।
এদিকে, আলজাজিরার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুল ভবনের ওপর উড়ছে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার। আশ্রয় নেওয়া মানুষদের ওপর সরাসরি বিস্ফোরক নিক্ষেপ করলে সেখানে প্রাণ হারান কমপক্ষে ১২ জন বেসামরিক নাগরিক। ওই স্কুলটিতে বহু মানুষ অস্থায়ী তাঁবুতে বসবাস করছিলেন।
এছাড়াও গাজার তুফাহ এলাকায় আরও একজন নিহত হওয়ার খবর দিয়েছে আল-আহলি হাসপাতালের একটি সূত্র।
প্রসঙ্গত, ইসরায়েলের বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
তবু বন্ধ হয়নি গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ। আন্তর্জাতিক নিন্দা, আদালতের নির্দেশনা—সবকিছু উপেক্ষা করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মানবাধিকারকর্মীরা বলছেন, এটি শুধু একটি যুদ্ধ নয়, বরং একটি ‘মানবিক বিপর্যয়’।