8:27 pm, Friday, 22 August 2025

কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের ৪ জন নিহত

কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের ৪ জন নিহত। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের চারজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে, যখন একটি কাভার্ডভ্যান উল্টে একটি প্রাইভেট কারের ওপর পড়ে যায়।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার ও একটি সিএনজিচালিত অটোরিকশা পদুয়ার বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ সামনে একটি বাস চলে আসায় কাভার্ডভ্যান চালক নিয়ন্ত্রণ হারান। তিনি ইউটার্ন নিয়ে চট্টগ্রামমুখী লেনে উঠলে ভারসাম্য হারিয়ে কাভার্ডভ্যানটি উল্টে যায় এবং প্রাইভেট কারটির ওপর পড়ে। এতে কারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন।

নিহতরা হলেন—বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের উমর আলী (৮০), তাঁর স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাঁদের ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। আবুল হাসেম গাড়িটির চালক ছিলেন বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় একটি অটোরিকশার চালকসহ তিনজন আহত হন। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে চট্টগ্রামমুখী লেনের একটি অংশ দিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে। কাভার্ডভ্যান ও প্রাইভেট কার সরাতে কাজ করছে হাইওয়ে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের ৪ জন নিহত

Update Time : 05:51:47 pm, Friday, 22 August 2025

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের চারজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে, যখন একটি কাভার্ডভ্যান উল্টে একটি প্রাইভেট কারের ওপর পড়ে যায়।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার ও একটি সিএনজিচালিত অটোরিকশা পদুয়ার বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ সামনে একটি বাস চলে আসায় কাভার্ডভ্যান চালক নিয়ন্ত্রণ হারান। তিনি ইউটার্ন নিয়ে চট্টগ্রামমুখী লেনে উঠলে ভারসাম্য হারিয়ে কাভার্ডভ্যানটি উল্টে যায় এবং প্রাইভেট কারটির ওপর পড়ে। এতে কারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন।

নিহতরা হলেন—বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের উমর আলী (৮০), তাঁর স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাঁদের ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। আবুল হাসেম গাড়িটির চালক ছিলেন বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় একটি অটোরিকশার চালকসহ তিনজন আহত হন। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে চট্টগ্রামমুখী লেনের একটি অংশ দিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে। কাভার্ডভ্যান ও প্রাইভেট কার সরাতে কাজ করছে হাইওয়ে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।