1:05 pm, Friday, 22 August 2025

পুলিশ কর্মকর্তার বাসায় চাঁদাবাজি: যুবলীগ নেতা গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়খালীর বাউফলে সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাসায় চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা হলেন কাবিল মৃধা (৩৮), নওমালা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। পুলিশ জানায়, তিনি মদ্যপ অবস্থায় বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় ছুরি হাতে এএসপি মো. শফিকুল ইসলামের বাড়িতে প্রবেশ করেন।

ঘটনার সময় এএসপির বাবা আব্দুল মোতালেবকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে কাবিল মৃধা বাসার আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করার পর পুলিশে খবর দেন।

রাত ৯টার দিকে বাউফল থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার জানিয়েছেন, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় কাবিল মৃধাকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

পুলিশ কর্মকর্তার বাসায় চাঁদাবাজি: যুবলীগ নেতা গ্রেপ্তার

পুলিশ কর্মকর্তার বাসায় চাঁদাবাজি: যুবলীগ নেতা গ্রেপ্তার

Update Time : 01:00:40 pm, Friday, 22 August 2025

পটুয়খালীর বাউফলে সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাসায় চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা হলেন কাবিল মৃধা (৩৮), নওমালা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। পুলিশ জানায়, তিনি মদ্যপ অবস্থায় বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় ছুরি হাতে এএসপি মো. শফিকুল ইসলামের বাড়িতে প্রবেশ করেন।

ঘটনার সময় এএসপির বাবা আব্দুল মোতালেবকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে কাবিল মৃধা বাসার আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করার পর পুলিশে খবর দেন।

রাত ৯টার দিকে বাউফল থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার জানিয়েছেন, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় কাবিল মৃধাকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।