4:00 pm, Friday, 22 August 2025

শহীদ নাফিজ হত্যায় অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিক গ্রেফতার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ গোলাম নাফিজ হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) খাগড়াছড়ির মহালছড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করেন।

খাগড়াছড়ি পুলিশের একজন কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, শচীন মৌলিককে জুলাই অভ্যুত্থানের পর মহালছড়ি-৬ এপিবিএনে সংযুক্ত করা হয়। ঘটনার সময় তিনি পুলিশের তেজগাঁও জোনের এডিসি ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান সংশ্লিষ্ট হত্যার ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

নাফিজ ২০২৪ সালের ৪ আগস্ট বিকালে ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন। হাসপাতালে নেওয়ার সময় তিনি রিকশায় শুয়ে ছিলেন। রিকশায় শুয়ে থাকা অবস্থায় তোলা তার ছবি পরিণত হয় ছাত্র–জনতার অভ্যুত্থানের প্রতীক।

নাফিজ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে ঢাকার নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। ঘটনাকালে তার মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা ছিল। রিকশাচালক তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও নাফিজের মৃত্যু ঘটেছিল।

শচীন মৌলিক ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৪ সালের ৭ আগস্ট সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। আওয়ামী লীগ সরকারের পতনের আগে তিনি ডিএমপির তেজগাঁও জোনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

পুলিশ কর্মকর্তার বাসায় চাঁদাবাজি: যুবলীগ নেতা গ্রেপ্তার

শহীদ নাফিজ হত্যায় অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিক গ্রেফতার

Update Time : 12:34:43 pm, Friday, 22 August 2025

রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ গোলাম নাফিজ হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) খাগড়াছড়ির মহালছড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করেন।

খাগড়াছড়ি পুলিশের একজন কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, শচীন মৌলিককে জুলাই অভ্যুত্থানের পর মহালছড়ি-৬ এপিবিএনে সংযুক্ত করা হয়। ঘটনার সময় তিনি পুলিশের তেজগাঁও জোনের এডিসি ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান সংশ্লিষ্ট হত্যার ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

নাফিজ ২০২৪ সালের ৪ আগস্ট বিকালে ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন। হাসপাতালে নেওয়ার সময় তিনি রিকশায় শুয়ে ছিলেন। রিকশায় শুয়ে থাকা অবস্থায় তোলা তার ছবি পরিণত হয় ছাত্র–জনতার অভ্যুত্থানের প্রতীক।

নাফিজ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে ঢাকার নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। ঘটনাকালে তার মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা ছিল। রিকশাচালক তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও নাফিজের মৃত্যু ঘটেছিল।

শচীন মৌলিক ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৪ সালের ৭ আগস্ট সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। আওয়ামী লীগ সরকারের পতনের আগে তিনি ডিএমপির তেজগাঁও জোনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতেন।