ভারতের সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের নেতা আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, যদি সত্যিই বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়, তবে সবার আগে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর আয়োজিত ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাংলাভাষীদের ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে আটক করে কলকাতায় পাঠিয়ে সীমান্তে ছেড়ে দেওয়া হচ্ছে, এ বিষয়ে তার অবস্থান কী। জবাবে ওয়েইসি বলেন,
“সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন ভারতে রয়েছেন? তিনি কি বাংলাদেশি নন? তাহলে তাকেই আগে ফেরত পাঠানো হোক।”
তিনি আরও বলেন, ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই শেখ হাসিনা ভারতে বসবাস করছেন। অথচ সাধারণ বাংলাভাষী দরিদ্র মানুষদের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে জোরপূর্বক সীমান্তে পাঠানো হচ্ছে, তাদের পরিচয় যাচাই করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে না।
বিজেপি সরকারের সমালোচনা করে ওয়েইসি বলেন, “দেশকে যদি সত্যিই অনুপ্রবেশকারীমুক্ত করতে চান, তবে শেখ হাসিনাকে দিয়েই শুরু করুন। আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে এখানে জায়গা দিয়েছি? তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন এবং সমস্যার সৃষ্টি করছেন। অন্যদিকে মালদহ ও মুর্শিদাবাদের দরিদ্র মানুষদের সীমান্তে ফেলে আসা হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, দেশে যারা বাংলায় কথা বলেন তাদের অনেককেই বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। পুলিশ বিনা কারণে সাধারণ মানুষকে বন্দিশালায় আটকে রাখছে।
এসময় ওয়েইসি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানকে সম্মান জানানো উচিত এবং নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাই হবে ভারতের জন্য সঠিক পথ।