ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শেখ সাজেদা ইসলাম রুনুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়। রুনু শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ ঢাকা জেলার সাবেক সভাপতি এবং ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সম্পাদিকা।
স্থানীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী (১৫ আগস্ট) উপলক্ষে নিজ বাড়িতে গণভোজ ও তোবারক বিতরণের আয়োজন করেন রুনু। ওই আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি নজরদারিতে ছিলেন। এছাড়া গত ৫ আগস্ট থেকে ফেসবুক লাইভে এসে বর্তমান সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, “শেখ সাজেদা ইসলাম রুনুকে জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”