অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে অন্তত ৯ জন ছিলেন খাদ্যসাহায্য নিতে আসা সাধারণ মানুষ। এছাড়া অনাহারে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে শুক্রবার (২২ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে।
চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিসে ড্রোন হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন। মধ্য গাজার সালাহউদ্দিন সড়কে খাদ্যসাহায্য কেন্দ্রে অপেক্ষমাণ মানুষকে লক্ষ্য করে হামলায় পাঁচজন নিহত হয়। নেজারিম করিডোর, সাবরা ও আল-তুফাহ এলাকায় হামলায় আরও বেশ কয়েকজন প্রাণ হারান।
এছাড়া গাজার বিভিন্ন অঞ্চলে ঘনঘন বিমান ও ড্রোন হামলায় শিশুসহ বহু সাধারণ মানুষ হতাহত হচ্ছেন। উত্তর গাজার জাবালিয়া, আল-শান্তি ও শেখ রাদওয়ান এলাকায় বাড়ি, মসজিদ ও বাস্তুচ্যুত মানুষের তাবুতে হামলায় নারী-শিশুসহ আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও পুষ্টিহীনতায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর ফলে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে, যার মধ্যে ১১২ জন শিশু।
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে। ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা চলছে।