বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান সরকার এক বছরে এমন পরিস্থিতি তৈরি করেছে, যা হাসিনা ১৬ বছর ধরে করেছে।
তার মতে, এই সরকার আরও ভয়াবহ পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যেতে পারে। এজন্য তিনি রাজনৈতিক ভারসাম্য রক্ষার স্বার্থে আওয়ামী লীগকেও রাজনীতির মাঠে জায়গা দেওয়ার প্রয়োজনীয়তা দেখছেন।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন সাবেক ডাকসু ভিপি নুর।
বিআইজিডি ও ব্র্যাকের একটি সাম্প্রতিক জরিপের উদাহরণ টেনে নুর বলেন, আওয়ামী লীগের সমর্থন বর্তমানে ৭ শতাংশে নেমে এসেছে বলে সেই জরিপে উঠে এসেছে। তার ভাষায়, “এইভাবে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে— যেন পরবর্তী নির্বাচনের আগে দেখানো যায়, আওয়ামী লীগের জনপ্রিয়তা ১০–১৫ শতাংশ। এরপর কীভাবে তাদের ছাড়া নির্বাচন হবে?”
অর্থনৈতিক দিক থেকে পশ্চিমা দেশনির্ভর বাংলাদেশের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, “আমাদের রপ্তানিনির্ভর অর্থনীতির একটি বড় অংশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলার এবং ইউরোপে ১৩ বিলিয়নের বাজার রয়েছে। এই পশ্চিমা দেশগুলো যদি বলে— রাজনীতিতে অংশগ্রহণমূলক পরিবেশ না থাকলে তারা আর পোশাক কিনবে না, তখন বড় সংকট তৈরি হবে। সেই পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা কঠিন হয়ে যাবে।”
নুরের মতে, গত এক বছরে যারা গণ-অভ্যুত্থানের কথা বলেছিলেন বা নিজেদের পরিবর্তনের ধারক হিসেবে উপস্থাপন করেছিলেন, তারাও নিজেদের ব্যর্থতায় আওয়ামী লীগের ফিরে আসার পথ সুগম করে দিয়েছেন। তিনি বলেন, “আমরাও ভুল করেছি। সস্তা বক্তব্য দিয়ে, বিভক্তি তৈরি করে রাজনীতির মাঠে এমন একটি পরিস্থিতি এনেছি, যা কার্যত পুরনো শাসকের কামব্যাকের পথ তৈরি করেছে। এটা বাস্তবতা।”