4:48 pm, Thursday, 21 August 2025

নাইজারে বন্যায় ৪৭ জনের মৃত্যু, গৃহহীন ৫৬ হাজারের বেশি মানুষ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাইজারে টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং গৃহহীন হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ। বুধবার (২০ আগস্ট) দেশটির সিভিল প্রোটেকশন অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় ৩৩৯টি গ্রাম ও মহল্লার ৭ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে চাপা পড়ে এবং ১৭ জন পানিতে ডুবে প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন এবং মারা গেছে শত শত গবাদিপশু।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য ও জরুরি সহায়তা বিতরণ শুরু করেছে জাতীয় দুর্যোগ প্রতিরোধ কমিটি। এ কাজে সরকার প্রায় ১২ বিলিয়ন সিএফএ ফ্রাঁ (প্রায় ২১ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।

প্রাকৃতিক দুর্যোগের প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকা মহাদেশে বন্যা এখন আরও ভয়াবহ আকার ধারণ করছে। শুধু ২০২৪ সালেই নাইজারের আটটি অঞ্চলে প্রায় দেড় মিলিয়ন মানুষ ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সূত্র: আনাদোলু

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

যে শিক্ষা আমাদের গোলাম করে রাখে তা দিয়ে কী করব: ফরহাদ মজহার

নাইজারে বন্যায় ৪৭ জনের মৃত্যু, গৃহহীন ৫৬ হাজারের বেশি মানুষ

Update Time : 09:06:43 am, Thursday, 21 August 2025

নাইজারে টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং গৃহহীন হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ। বুধবার (২০ আগস্ট) দেশটির সিভিল প্রোটেকশন অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় ৩৩৯টি গ্রাম ও মহল্লার ৭ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে চাপা পড়ে এবং ১৭ জন পানিতে ডুবে প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন এবং মারা গেছে শত শত গবাদিপশু।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য ও জরুরি সহায়তা বিতরণ শুরু করেছে জাতীয় দুর্যোগ প্রতিরোধ কমিটি। এ কাজে সরকার প্রায় ১২ বিলিয়ন সিএফএ ফ্রাঁ (প্রায় ২১ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।

প্রাকৃতিক দুর্যোগের প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকা মহাদেশে বন্যা এখন আরও ভয়াবহ আকার ধারণ করছে। শুধু ২০২৪ সালেই নাইজারের আটটি অঞ্চলে প্রায় দেড় মিলিয়ন মানুষ ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সূত্র: আনাদোলু