4:24 pm, Thursday, 21 August 2025

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, একটি প্রাইভেটকার দ্রুতগতিতে ঢাকামুখী লেনে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। অন্য আহত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করলে স্বাভাবিক পরিবহন চলাচল শুরু হয়।

ফায়ার সার্ভিস ও পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতি অথবা অন্য কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

যে শিক্ষা আমাদের গোলাম করে রাখে তা দিয়ে কী করব: ফরহাদ মজহার

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

Update Time : 09:01:42 am, Thursday, 21 August 2025

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, একটি প্রাইভেটকার দ্রুতগতিতে ঢাকামুখী লেনে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। অন্য আহত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করলে স্বাভাবিক পরিবহন চলাচল শুরু হয়।

ফায়ার সার্ভিস ও পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতি অথবা অন্য কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।