10:54 am, Thursday, 21 August 2025

গাজা সিটি দখলে অভিযান শুরু করল ইসরায়েল, একদিনে নিহত ৮১ ফিলিস্তিনি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় নতুন করে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। গাজা সিটি দখলের পরিকল্পনার অংশ হিসেবে বুধবার (২০ আগস্ট) থেকে জেইতুন ও জাবালিয়া এলাকায় তীব্র অভিযান চালানো হয়। এতে একদিনেই অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নিহতদের মধ্যে শাতি শরণার্থী শিবিরে ত্রাণ নিতে যাওয়া সাধারণ মানুষও রয়েছেন। এছাড়া ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবু লক্ষ্য করেও হামলা চালানো হয়, যেখানে তিনজন নিহত হন।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ গাজা সিটি দখলের অনুমোদন দেন। এর পরপরই সেনাবাহিনী ৬০ হাজার রিজার্ভ সদস্যকে তলব করেছে। একই সঙ্গে ২০ হাজার সেনার দায়িত্ব পালনের সময়সীমা বাড়ানো হয়েছে। পাঁচটি সেনা ডিভিশন এই অভিযানে অংশ নেবে বলে জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জেইতুন ও সাবরায় বিরামহীন গোলাবর্ষণে শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এরমধ্যেই আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা শুরু হয়েছে। ফ্রান্স ও জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরায়েলের এই নতুন অভিযান দুই জাতিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে।

জাতিসংঘ ও রেডক্রসের শীর্ষ কর্মকর্তারা আরও সতর্ক করেছেন, গাজার দক্ষিণাঞ্চল এরই মধ্যে অতিরিক্ত বাস্তুচ্যুত মানুষের ভিড়ে বিপর্যস্ত। সেখানে আবারও লোকজন স্থানচ্যুত হলে ভয়াবহ মানবিক সংকট দেখা দেবে।

 

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, ভূমিধসের সতর্কতা

গাজা সিটি দখলে অভিযান শুরু করল ইসরায়েল, একদিনে নিহত ৮১ ফিলিস্তিনি

Update Time : 08:57:22 am, Thursday, 21 August 2025

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় নতুন করে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। গাজা সিটি দখলের পরিকল্পনার অংশ হিসেবে বুধবার (২০ আগস্ট) থেকে জেইতুন ও জাবালিয়া এলাকায় তীব্র অভিযান চালানো হয়। এতে একদিনেই অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নিহতদের মধ্যে শাতি শরণার্থী শিবিরে ত্রাণ নিতে যাওয়া সাধারণ মানুষও রয়েছেন। এছাড়া ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবু লক্ষ্য করেও হামলা চালানো হয়, যেখানে তিনজন নিহত হন।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ গাজা সিটি দখলের অনুমোদন দেন। এর পরপরই সেনাবাহিনী ৬০ হাজার রিজার্ভ সদস্যকে তলব করেছে। একই সঙ্গে ২০ হাজার সেনার দায়িত্ব পালনের সময়সীমা বাড়ানো হয়েছে। পাঁচটি সেনা ডিভিশন এই অভিযানে অংশ নেবে বলে জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জেইতুন ও সাবরায় বিরামহীন গোলাবর্ষণে শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এরমধ্যেই আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা শুরু হয়েছে। ফ্রান্স ও জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরায়েলের এই নতুন অভিযান দুই জাতিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে।

জাতিসংঘ ও রেডক্রসের শীর্ষ কর্মকর্তারা আরও সতর্ক করেছেন, গাজার দক্ষিণাঞ্চল এরই মধ্যে অতিরিক্ত বাস্তুচ্যুত মানুষের ভিড়ে বিপর্যস্ত। সেখানে আবারও লোকজন স্থানচ্যুত হলে ভয়াবহ মানবিক সংকট দেখা দেবে।