চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি লক্ষ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, ১৫ দিন আগে একটি বিদেশি নম্বর থেকে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল, যা তিনি দিতে অস্বীকার করেন। এর প্রতিশোধ হিসেবে এই হামলা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে করে ছয়জন মাস্ক পরা যুবক আসে। চারজন বাড়ির সীমানাপ্রাচীর টপকে প্রবেশ করে এবং দোতলা বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। গুলির আঘাতে বাড়ির দ্বিতীয় তলার বারান্দার দুটি গ্লাস ভেঙে যায়। ঘটনাস্থল থেকে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
ঘটনার সময় বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা শহরে ছিলেন। বাড়ির মেজো ছেলে মাহবুবুল আলম, যিনি সম্প্রতি দুবাই থেকে ফিরে এসেছেন, ঘুমিয়ে ছিলেন। তিনি একটি প্রতিবেশীর ফোনে গুলির ঘটনা সম্পর্কে জানতে পারেন। বাড়ির কেয়ারটেকার মো. নুর নবী জানান, হামলার ১০ মিনিট আগে তিনি অটো নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন এবং সেই সময় দুটি মোটরসাইকেল দেখেছেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, সিসিটিভি ফুটেজের মাধ্যমে কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছেই।