11:41 pm, Wednesday, 20 August 2025

ভারতে বাংলাদেশ-বিরোধী কার্যক্রমে ‘অবগত নয়’ নয়াদিল্লি: পররাষ্ট্র মন্ত্রণালয়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২০ আগস্ট) জানিয়েছে, দেশটির মাটিতে বাংলাদেশ-বিরোধী কোনো কার্যক্রমে তারা ‘অবগত নয়’।
মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সরকারি বিবৃতিতে বলেন, “ভারতে আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশ-বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো পদক্ষেপের বিষয়ে ভারত সরকার অবগত নয়।

গত বছর আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে পালানোর পর দুই দেশের সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বছরের পরিপ্রেক্ষিতে ভারতের নয়াদিল্লি ও কলকাতায় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় বন্ধ করার আহ্বান জানায়।

জয়সওয়াল আরও বলেন, ভারত প্রত্যাশা করে যে বাংলাদেশে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেটের ভিত্তিতে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাদের মাধ্যমে ভারতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা দেশের স্বার্থ ও জনগণের বিরুদ্ধে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও দুই দেশের পারস্পরিক আস্থার ওপর প্রভাব ফেলতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি বছরের ২১ জুলাই একটি এনজিওর আড়ালে নিষিদ্ধ দলের কিছু সিনিয়র নেতা দিল্লি প্রেসক্লাবে গণসংযোগ কর্মসূচি ও বুকলেট বিতরণ করেছিল। এছাড়া ভারতীয় গণমাধ্যমেও এই দলের কার্যক্রম ক্রমবর্ধমান হওয়ার খবর প্রকাশিত হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ভারতে বাংলাদেশ-বিরোধী কার্যক্রমে ‘অবগত নয়’ নয়াদিল্লি: পররাষ্ট্র মন্ত্রণালয়

Update Time : 10:41:00 pm, Wednesday, 20 August 2025

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২০ আগস্ট) জানিয়েছে, দেশটির মাটিতে বাংলাদেশ-বিরোধী কোনো কার্যক্রমে তারা ‘অবগত নয়’।
মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সরকারি বিবৃতিতে বলেন, “ভারতে আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশ-বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো পদক্ষেপের বিষয়ে ভারত সরকার অবগত নয়।

গত বছর আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে পালানোর পর দুই দেশের সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বছরের পরিপ্রেক্ষিতে ভারতের নয়াদিল্লি ও কলকাতায় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় বন্ধ করার আহ্বান জানায়।

জয়সওয়াল আরও বলেন, ভারত প্রত্যাশা করে যে বাংলাদেশে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেটের ভিত্তিতে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাদের মাধ্যমে ভারতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা দেশের স্বার্থ ও জনগণের বিরুদ্ধে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও দুই দেশের পারস্পরিক আস্থার ওপর প্রভাব ফেলতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি বছরের ২১ জুলাই একটি এনজিওর আড়ালে নিষিদ্ধ দলের কিছু সিনিয়র নেতা দিল্লি প্রেসক্লাবে গণসংযোগ কর্মসূচি ও বুকলেট বিতরণ করেছিল। এছাড়া ভারতীয় গণমাধ্যমেও এই দলের কার্যক্রম ক্রমবর্ধমান হওয়ার খবর প্রকাশিত হয়েছে।