সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নিল।
ম্যাচটি অনুষ্ঠিত হয় ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে, বুধবার সন্ধ্যা ৬টায়। প্রায় দেড় মাস ধরে অনুশীলনের পর একটি একক ইউনিট হিসেবে বাংলাদেশের এই জয় এসেছে।
দলের জয়ে আলপী আক্তার জোড়া গোল করেন এবং একটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি। খেলার প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে যায়। একমাত্র গোলটি আসে প্রথমার্ধের শেষ মুহূর্তে, যেখানে মধ্যমাঠ থেকে বাড়ানো এক আক্রমণ ভুটানিজ গোলরক্ষক ও ডিফেন্ডারের মধ্য দিয়ে বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির পায়ে লেগে জালে প্রবেশ করে।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও আক্রমণ চালায়। ৫৩ মিনিটে আলপী আক্তারের দুর্দান্ত ডান পায়ের শট বাংলাদেশের ২-০ লিড নিশ্চিত করে। কিছুক্ষণ পর ভুটান একটি গোল করে খেলায় প্রতিদ্বন্দ্বিতা ফেরায়। তবে ৬৪ মিনিটে আলপী আক্তারের আরেকটি গোল বাংলাদেশের জয় নিশ্চিত করে। বাম প্রান্ত থেকে করা কর্নারে জটলার মধ্যে পোস্টে বল ঠেলেন আলপী আক্তার।
ম্যাচের বাকি সময় বাংলাদেশ আরও একাধিক সুযোগ পায়, তবে সেগুলো কাজে লাগাতে পারেনি। প্রথম ম্যাচে জয়ের ফলে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পায় এবং গ্রুপ পর্বের মিশন শুরু হয় চমৎকারভাবে।