11:41 pm, Wednesday, 20 August 2025

পিআর পদ্ধতি চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে: নজরুল ইসলাম খান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পিআর (প্রতিনিধি অনুপাত) পদ্ধতি চালুর আগে জনগণের মতামত নেওয়া জরুরি।
বুধবার (২০ আগস্ট) নোয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি বলেন, পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না। জনগণের কাছে জিজ্ঞেস না করেই তাদের ওপর এটা চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে। জনগণের মতামত নেওয়া উচিত।

নজরুল ইসলাম খান আরও বলেন, সব দল পিআর পদ্ধতি মেনে নিলেও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। নির্বাচিত সংসদই এটি বাস্তবায়ন করতে পারবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেশি-বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয়েছিল। যে পতাকা রেখে গিয়েছিলেন তা ধরে বেগম খালেদা জিয়া বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে গেছেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংকট কাটেনি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। সামনে বিপদসংকুল পথ পাড়ি দিতে হবে। বিএনপি গণতন্ত্র উদ্ধারে প্রস্তুত। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি। নির্বাচন নিয়ে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

পিআর পদ্ধতি চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে: নজরুল ইসলাম খান

Update Time : 08:54:27 pm, Wednesday, 20 August 2025

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পিআর (প্রতিনিধি অনুপাত) পদ্ধতি চালুর আগে জনগণের মতামত নেওয়া জরুরি।
বুধবার (২০ আগস্ট) নোয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি বলেন, পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না। জনগণের কাছে জিজ্ঞেস না করেই তাদের ওপর এটা চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে। জনগণের মতামত নেওয়া উচিত।

নজরুল ইসলাম খান আরও বলেন, সব দল পিআর পদ্ধতি মেনে নিলেও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। নির্বাচিত সংসদই এটি বাস্তবায়ন করতে পারবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেশি-বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয়েছিল। যে পতাকা রেখে গিয়েছিলেন তা ধরে বেগম খালেদা জিয়া বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে গেছেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংকট কাটেনি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। সামনে বিপদসংকুল পথ পাড়ি দিতে হবে। বিএনপি গণতন্ত্র উদ্ধারে প্রস্তুত। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি। নির্বাচন নিয়ে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে।