গত বছর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের বহু মন্ত্রী-এমপিকে পালাতে হয় দেশ ছেড়ে। অনেকেই পরিবার-পরিজন ছাড়া একাই পালান।
তাদের কয়েকজনকে নিয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। সেখানে তুলে ধরা হয়েছে কে কোথায় আছেন, কেমনভাবে জীবনযাপন করছেন।
কলকাতার ফ্ল্যাটে সাবেক এমপি
দ্য প্রিন্টকে নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজারের এক সাবেক এমপি জানিয়েছেন, তিনি বর্তমানে কলকাতার একটি ফ্ল্যাটে আরেকজন আওয়ামী এমপির সঙ্গে থাকছেন। ওই ফ্ল্যাটে রান্না ও পরিচ্ছন্নতার জন্য কাজের লোক থাকলেও প্রায়ই তারা কাজ এড়িয়ে যান। তখন এমপিকে নিজেকেই রান্না করতে হয়। এজন্য তিনি ঢাকায় থাকা স্ত্রীর কাছ থেকে ভিডিও কলে রান্নার নির্দেশনা নেন।
তিনি বলেন, ভোরের আলো ফোটার সাথে সাথে আমি ওঠে ফজর নামাজ পড়ি। এরপর ৩বিএইচকে অ্যাপার্টমেন্ট থেকে পাড়ার জিমে যাই। আমি ওজন কমানোর ব্যায়াম করি, আর আমার সহকর্মী এমপি পিলেটস ক্লাসে অংশ নেন।
রান্নায় অভ্যস্ত নন জানিয়ে তিনি আরও বলেন, আমার সঙ্গী এমপিও রান্না পারেন না। যেদিন আমাদের রান্না করতে হয়, সেদিন ভিডিও কলে আমার স্ত্রী ধাপে ধাপে শিখিয়ে দেন। বিষয়টি আমার জন্য নতুন অভিজ্ঞতা। কে জানে, দেশে ফেরার পর রান্নাকেই হয়তো ক্যারিয়ার হিসেবে নেব। মজা করে মন্তব্য করেন তিনি।