আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনুমোদন মিললেই এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে আগামী **১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে**।
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীরাও ভোটার হবেন
ইসি জানিয়েছে, এবার থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীরাও ভোটার হওয়ার সুযোগ পাবেন। এ বিষয়ে ইতোমধ্যেই একটি পরিপত্র জারি করা হয়েছে।
ইসির কর্মপরিকল্পনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার আগ পর্যন্ত বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে—
* ভোটার তালিকা হালনাগাদ
* রাজনৈতিক দল, সুশীল সমাজ ও অংশীজনদের সঙ্গে সংলাপ
* সম্পূরক ভোটার তালিকা প্রকাশ
* রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম
* পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা প্রণয়ন
* বিভিন্ন ম্যানুয়াল, নির্দেশিকা, পোস্টার ও পরিচয়পত্র মুদ্রণ
* স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাদি প্রস্তুতকরণ
এ ছাড়া **নির্বাচনী বাজেট বরাদ্দ**, জনবল ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় এবং রাজনৈতিক দলগুলোর প্রচারণা কীভাবে চলবে সে বিষয়েও পরিকল্পনা নিয়েছে সংবিধানিক এই প্রতিষ্ঠানটি।
প্রবাসীদের জন্য বিশেষ উদ্যোগ
এনআইডি সেবা সহজীকরণের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ইসি। ভুয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনার পাশাপাশি, **পোস্টাল ব্যালট পদ্ধতির মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে**। এর ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীরাও ভোট দিতে পারবেন।