ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ দল আওয়ামী লীগের অফিস স্থাপনের খবর সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। বিবৃতিতে বলা হয়, ভারতের মাটিতে অবস্থান করে দলটির পলাতক নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি অবমাননার শামিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই কার্যকলাপ দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও সু-প্রতিবেশীসুলভ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক রূপান্তরেও গুরুতর প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশ সরকার ভারত সরকারকে অনুরোধ করেছে, যাতে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিকের মাধ্যমে বাংলাদেশবিরোধী কার্যক্রম পরিচালিত না হয় এবং অবিলম্বে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় বন্ধ করা হয়।