4:08 pm, Wednesday, 20 August 2025

ফিনল্যান্ডে সংসদ ভবনের ভেতরে তরুণ এমপির আত্মহত্যা

এমেলি পেলটোনেন। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফিনল্যান্ডের হেলসিঙ্কির সংসদ ভবনে এক তরুণ সংসদ সদস্য এমেলি পেলটোনেন আকস্মিকভাবে মারা গেছেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ বছর বয়সী পেলটোনেন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়, হঠাৎ তার মৃত্যু ফিনল্যান্ডজুড়ে শোকের ছায়া ফেলেছে। রাজনৈতিক মতভেদ ভুলে সব দলের নেতারাই গভীর দুঃখ প্রকাশ করেছেন।

সোশ্যাল ডেমোক্রেটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান ত্যত্তি তুপুরাইনে বলেন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন সদস্য ছিলেন, তাকে আমরা ভীষণভাবে মিস করব। একটা তরুণ্যদীপ্ত জীবন অকালেই নিভে গেল।

যদিও বর্তমানে পার্লামেন্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে; তবুও প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো ওই দিনের বাকি সময়ের জন্য সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

দক্ষিণ উউসিমা অঞ্চল থেকে নির্বাচিত পেলটোনেন ২০২৩ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। অল্প বয়স থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। মাত্র ১৮ বছর বয়সে তিনি জারভেনপা শহরের সিটি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

পরে ২২ বছর বয়সে তিনি শহর পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন—যা ছিল ইতিহাসে সবচেয়ে কম বয়সে ওই পদে আসীন হওয়ার ঘটনা।

গত জুনের শেষ দিকে পেলটোনেন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, কিডনির সমস্যার কারণে তিনি কয়েক সপ্তাহ সংসদীয় কাজে অনুপস্থিত ছিলেন। তিনি লিখেছেন, হেলসিঙ্কির মেইলাহতি এলাকার হাসপাতালে শিরায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং গ্রীষ্মকালীন চিকিৎসা ছুটিতে পুরোপুরি সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিচ্ছেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

বৃদ্ধকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ, পালিয়ে বেড়াচ্ছেন সেই নারী!

ফিনল্যান্ডে সংসদ ভবনের ভেতরে তরুণ এমপির আত্মহত্যা

Update Time : 11:43:49 am, Wednesday, 20 August 2025

ফিনল্যান্ডের হেলসিঙ্কির সংসদ ভবনে এক তরুণ সংসদ সদস্য এমেলি পেলটোনেন আকস্মিকভাবে মারা গেছেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ বছর বয়সী পেলটোনেন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়, হঠাৎ তার মৃত্যু ফিনল্যান্ডজুড়ে শোকের ছায়া ফেলেছে। রাজনৈতিক মতভেদ ভুলে সব দলের নেতারাই গভীর দুঃখ প্রকাশ করেছেন।

সোশ্যাল ডেমোক্রেটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান ত্যত্তি তুপুরাইনে বলেন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন সদস্য ছিলেন, তাকে আমরা ভীষণভাবে মিস করব। একটা তরুণ্যদীপ্ত জীবন অকালেই নিভে গেল।

যদিও বর্তমানে পার্লামেন্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে; তবুও প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো ওই দিনের বাকি সময়ের জন্য সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

দক্ষিণ উউসিমা অঞ্চল থেকে নির্বাচিত পেলটোনেন ২০২৩ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। অল্প বয়স থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। মাত্র ১৮ বছর বয়সে তিনি জারভেনপা শহরের সিটি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

পরে ২২ বছর বয়সে তিনি শহর পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন—যা ছিল ইতিহাসে সবচেয়ে কম বয়সে ওই পদে আসীন হওয়ার ঘটনা।

গত জুনের শেষ দিকে পেলটোনেন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, কিডনির সমস্যার কারণে তিনি কয়েক সপ্তাহ সংসদীয় কাজে অনুপস্থিত ছিলেন। তিনি লিখেছেন, হেলসিঙ্কির মেইলাহতি এলাকার হাসপাতালে শিরায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং গ্রীষ্মকালীন চিকিৎসা ছুটিতে পুরোপুরি সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিচ্ছেন।