4:08 pm, Wednesday, 20 August 2025

সিলেটে উৎমাছড়া পর্যটনকেন্দ্র থেকে দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার

সিলেটে উৎমাছড়া পর্যটনকেন্দ্র থেকে দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকার আদর্শগ্রাম থেকে প্রায় ২ লাখ ঘনফুট অবৈধভাবে মজুদকৃত পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, প্রাকৃতিকভাবে পাথর ও বালুসমৃদ্ধ এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্র উৎমাছড়া এলাকাটি দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহার করে আসছিল। তারা এসব পাথর পাচারের উদ্দেশ্যে স্থানীয় আদর্শপাড়া এলাকায় মজুদ করে রাখে।

তবে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং চক্রের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই বিপুল পরিমাণ পাথর পাচার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে পাথরের পরিমাপ ও আইনগত কার্যক্রম শুরু হয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

বৃদ্ধকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ, পালিয়ে বেড়াচ্ছেন সেই নারী!

সিলেটে উৎমাছড়া পর্যটনকেন্দ্র থেকে দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার

Update Time : 11:33:59 am, Wednesday, 20 August 2025

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকার আদর্শগ্রাম থেকে প্রায় ২ লাখ ঘনফুট অবৈধভাবে মজুদকৃত পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, প্রাকৃতিকভাবে পাথর ও বালুসমৃদ্ধ এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্র উৎমাছড়া এলাকাটি দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহার করে আসছিল। তারা এসব পাথর পাচারের উদ্দেশ্যে স্থানীয় আদর্শপাড়া এলাকায় মজুদ করে রাখে।

তবে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং চক্রের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই বিপুল পরিমাণ পাথর পাচার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে পাথরের পরিমাপ ও আইনগত কার্যক্রম শুরু হয়েছে।