বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি হবে। এর আগে গত শুনানিতে আদালত আজকের দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অন্যদিকে আসামিপক্ষের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
উল্লেখ্য, ২০১৮ সালে বিচারিক আদালত এ মামলার রায়ে ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাবর ও আবদুস সালাম পিন্টু এবং যাবজ্জীবনপ্রাপ্তদের তালিকায় রয়েছেন তারেক রহমান।
পরবর্তীতে হাইকোর্ট গত ১ ডিসেম্বর সব আসামিকে খালাস দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ‘লিভ টু আপিল’ করে আপিল বিভাগে যায়, যার শুনানি এখন চলমান।