নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এই বর্বরোচিত হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাতে কাটসিনা রাজ্যের মালুমফাশি এলাকার উঙ্গুয়ান মানতাউ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ভোর ৪টার দিকে মুসল্লিরা নামাজে অংশ নিচ্ছিলেন, তখনই অস্ত্রধারীরা গুলি চালায়।
ঘটনার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে জমি, পানি এবং সম্পদের দখল নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষ প্রায়ই ঘটে থাকে।
কাটসিনা রাজ্যের নিরাপত্তা কমিশনার নাসির মুয়াজু জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, নাইজেরিয়ায় গত কয়েক বছর ধরে এ ধরনের হামলা উদ্বেগজনক হারে বেড়েছে। গত জুনে দেশটির মধ্যাঞ্চলে এক হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল।