4:08 pm, Wednesday, 20 August 2025

হিলি বন্দরে রেকর্ড চাল ও পেঁয়াজ আমদানি, বাজারে দাম কমার আশা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বাজারে চাল ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ আমদানি হচ্ছে। গত দুদিনে ভারত থেকে ৯৪ ট্রাকে ৪,৫০০ টন চাল এবং ৪০ ট্রাকে ১,১৯০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।

সপ্তাহব্যাপী শুল্ক জটিলতায় আমদানি খালাস না হলেও মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর থেকে চাল খালাস শুরু হয়েছে। এর ফলে আজ থেকে এসব চাল দেশের বিভিন্ন বাজারে সরবরাহ শুরু হবে। আঠাশ জাতের চাল কেজি প্রতি ৫৫ টাকা, স্বর্ণা ৫২ টাকা এবং জিরা চাতের চাল ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দামও কিছুটা কমেছে। দেশি পেঁয়াজ কেজি প্রতি ৬২ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানিয়েছেন, বাজারে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে চালের দামও দ্রুত কমার সম্ভাবনা রয়েছে। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, চাল ও পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে এবং চাল খালাসের শুল্ক কমিয়ে ২ শতাংশ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

বৃদ্ধকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ, পালিয়ে বেড়াচ্ছেন সেই নারী!

হিলি বন্দরে রেকর্ড চাল ও পেঁয়াজ আমদানি, বাজারে দাম কমার আশা

Update Time : 10:04:04 am, Wednesday, 20 August 2025

দেশের বাজারে চাল ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ আমদানি হচ্ছে। গত দুদিনে ভারত থেকে ৯৪ ট্রাকে ৪,৫০০ টন চাল এবং ৪০ ট্রাকে ১,১৯০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।

সপ্তাহব্যাপী শুল্ক জটিলতায় আমদানি খালাস না হলেও মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর থেকে চাল খালাস শুরু হয়েছে। এর ফলে আজ থেকে এসব চাল দেশের বিভিন্ন বাজারে সরবরাহ শুরু হবে। আঠাশ জাতের চাল কেজি প্রতি ৫৫ টাকা, স্বর্ণা ৫২ টাকা এবং জিরা চাতের চাল ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দামও কিছুটা কমেছে। দেশি পেঁয়াজ কেজি প্রতি ৬২ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানিয়েছেন, বাজারে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে চালের দামও দ্রুত কমার সম্ভাবনা রয়েছে। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, চাল ও পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে এবং চাল খালাসের শুল্ক কমিয়ে ২ শতাংশ করা হয়েছে।