আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ফজরের নামাজের সময় এক মসজিদে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে কাটসিনা রাজ্যের মালুমফাশি এলাকার উঙ্গুয়ান মানতাউ গ্রামের একটি মসজিদে। স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজে অংশ নিতে ভোর ৪টার দিকে মসজিদে জড়ো হওয়া মুসল্লিদের ওপর হঠাৎ করে সশস্ত্র হামলা চালায় বন্দুকধারীরা। গুলি বর্ষণের ফলে ঘটনাস্থলেই বহু লোক প্রাণ হারান।
এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটে থাকে। বিশেষ করে ভূমি ও পানির সীমিত প্রবেশাধিকারকে কেন্দ্র করে স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। গত জুনে দেশটির উত্তর-মধ্য অঞ্চলে এক হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়।
কাটসিনা রাজ্যের নিরাপত্তা বিষয়ক কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।