জাতীয় নির্বাচনের জন্য অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে নয় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এই মন্তব্য করেছেন। তিনি জানান, দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য সুষ্ঠু নির্বাচন জরুরি।
থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায় এবং সংকটের একমাত্র সমাধান দ্রুত নির্বাচন।”
এ সময় বিএনপি মহাসচিব সংস্কার প্রসঙ্গে বলেন, “যারা সংস্কার চাচ্ছে না, সেটি তাদের দলের বিষয়।” তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিষয়ে তাঁর প্রত্যাশা সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।