বলিউডের বর্ষীয়ান অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। ‘থ্রি ইডিয়টস’খ্যাত এই অভিনেতা সোমবার (১৮ আগস্ট) ভারতের ঠাণের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। পারিবারিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার সম্পন্ন হবে তার শেষকৃত্য।
অভিনয়ের দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে। বাণিজ্যিক হোক বা সমালোচকদের প্রশংসিত সিনেমা— সমান দক্ষতায় দুই ধারার ছবিতেই তিনি দর্শকের মনে দাগ কেটেছেন।
তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।
তবে ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির সুপারহিট সিনেমা থ্রি ইডিয়টস-এ অধ্যাপকের ভূমিকায় তার সংক্ষিপ্ত উপস্থিতিই তাকে কোটি দর্শকের কাছে চিরস্মরণীয় করে রেখেছে।