3:47 pm, Tuesday, 19 August 2025

আজ শেষ হচ্ছে এইচএসসির লিখিত পরীক্ষা

  • Akram
  • Update Time : 11:08:11 am, Tuesday, 19 August 2025
  • 9

আজ শেষ হচ্ছে এইচএসসির লিখিত পরীক্ষা। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আজ মঙ্গলবার। শেষ দিনের পরীক্ষার মধ্যে রয়েছে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র।

গত ২৬ জুন শুরু হয়েছিল এবারের এইচএসসি। মূলত ১০ আগস্টের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে কয়েক দফা পিছিয়েছে সূচি।

প্রথমে জুলাই মাসে ভয়াবহ বন্যায় কুমিল্লা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত হয়। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির কারণে আরও তিন বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। সবশেষ ২১ ও ২৪ জুলাই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর সারা দেশে সব পরীক্ষা স্থগিত করা হয়।

স্থগিত হওয়া চার বিষয়ের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবারের পরীক্ষার মাধ্যমে লিখিত অংশ শেষ হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের ৯ দিন পর শেষ হলো এবারের এইচএসসি।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। গতবারের তুলনায় প্রায় ৮১ হাজার শিক্ষার্থী কম অংশ নিয়েছে— তিন বছরের মধ্যে এ সংখ্যাই সবচেয়ে কম।

এ ছাড়া সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেও এবার পরীক্ষায় অংশ নেয়নি।

পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ছিল ১০ লাখ ৫৫ হাজারের বেশি। গতবারের তুলনায় প্রায় ৭৩ হাজার কম। আলিম পরীক্ষার্থী হয়েছে ৮৬ হাজারের বেশি— যা গতবারের চেয়ে দুই হাজার কম। কারিগরি বোর্ডে অংশ নিয়েছে এক লাখ ৯ হাজারের বেশি শিক্ষার্থী, যা কমেছে প্রায় সাত হাজার।

অন্যদিকে, আগামী ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। নির্ধারিত কেন্দ্রগুলোতে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা শেষ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে নম্বর এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।

Write Your Comment

About Author Information

Akram

আজ শেষ হচ্ছে এইচএসসির লিখিত পরীক্ষা

Update Time : 11:08:11 am, Tuesday, 19 August 2025

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আজ মঙ্গলবার। শেষ দিনের পরীক্ষার মধ্যে রয়েছে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র।

গত ২৬ জুন শুরু হয়েছিল এবারের এইচএসসি। মূলত ১০ আগস্টের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে কয়েক দফা পিছিয়েছে সূচি।

প্রথমে জুলাই মাসে ভয়াবহ বন্যায় কুমিল্লা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত হয়। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির কারণে আরও তিন বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। সবশেষ ২১ ও ২৪ জুলাই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর সারা দেশে সব পরীক্ষা স্থগিত করা হয়।

স্থগিত হওয়া চার বিষয়ের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবারের পরীক্ষার মাধ্যমে লিখিত অংশ শেষ হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের ৯ দিন পর শেষ হলো এবারের এইচএসসি।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। গতবারের তুলনায় প্রায় ৮১ হাজার শিক্ষার্থী কম অংশ নিয়েছে— তিন বছরের মধ্যে এ সংখ্যাই সবচেয়ে কম।

এ ছাড়া সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেও এবার পরীক্ষায় অংশ নেয়নি।

পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ছিল ১০ লাখ ৫৫ হাজারের বেশি। গতবারের তুলনায় প্রায় ৭৩ হাজার কম। আলিম পরীক্ষার্থী হয়েছে ৮৬ হাজারের বেশি— যা গতবারের চেয়ে দুই হাজার কম। কারিগরি বোর্ডে অংশ নিয়েছে এক লাখ ৯ হাজারের বেশি শিক্ষার্থী, যা কমেছে প্রায় সাত হাজার।

অন্যদিকে, আগামী ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। নির্ধারিত কেন্দ্রগুলোতে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা শেষ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে নম্বর এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।