ছাত্রদলের বিরুদ্ধে টর্চার সেল থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত- এমনটাই দাবি করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমদ।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর কাফরুল থানার আওতাধীন ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভায় তিনি বলেন, “ছাত্রদলের কোনো টর্চার সেল নেই। মুফতি ফয়জুল করীম এ নিয়ে অপপ্রচার ছড়াচ্ছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
মিরপুর-১৩ এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের পাশে আয়োজিত এই সভায় আকরাম আহমদ আরও বলেন, “নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনো চলমান। এসব ষড়যন্ত্র রুখতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনের সময় যারা শিক্ষার্থী হিসেবে রাজপথে ছিল, তাদের কেউ এখন সরকারে, কেউ আবার বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়াচ্ছে কিংবা চাঁদাবাজিতে জড়িয়েছে।
এ সময় এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করে আকরাম বলেন, “সে বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সে এটা বলার কে? এটা প্রমাণ করে যে একটি গভীর ষড়যন্ত্র চলছে।”
ছাত্রলীগের অতীত কার্যক্রমের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “বিগত সময়ে নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ মানুষকে টর্চার সেলে আটকে রেখে নির্যাতন করেছে। কিন্তু ছাত্রদল এমন অপরাজনীতি কখনও করেনি, করবেও না। ৫ আগস্টের পর আমরা নিজেরা রাজনৈতিকভাবে সংস্কার এনেছি। টর্চার সেল দিয়ে নয়, আমরা ছাত্র-জনতার ভালোবাসায় রাজনীতি করি।”
মুফতি ফয়জুল করীমের উদ্দেশে তিনি বলেন, “ছাত্রদলকে নিয়ে যেসব অপপ্রচার ছড়ানো হচ্ছে, বিশেষ করে টর্চার সেল সম্পর্কিত মিথ্যা বক্তব্য—তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”