7:49 pm, Sunday, 17 August 2025

অবাক হইনি, এ রকম প্রস্তাব প্রায়ই আসে: আঁখি আলমগীর

  • Akram
  • Update Time : 10:23:17 am, Sunday, 17 August 2025
  • 18

অবাক হইনি, এ রকম প্রস্তাব প্রায়ই আসে: আঁখি আলমগীর। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর অভিনয়ের প্রস্তাব পেয়ে একটুও বিস্মিত নন। বরং তিনি জানান, এমন প্রস্তাব প্রায়ই এসে থাকে। যদিও তিনি বারবারই অভিনয়ের প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিচ্ছেন।

সম্প্রতি এম এস প্রোডাকশনের একটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান ‘জল পড়ে পাতা নড়ে’ খ্যাত এই গায়িকা। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আঁখি বলেন, “আমি অবাক হইনি, কারণ এ রকম প্রস্তাব প্রায়ই আসে। প্রযোজককে শুধু বললাম, গানই আমার প্রথম পছন্দ। অভিনয় করতে চাইলে এত দিন নিয়মিত হয়ে যেতাম। তবে ধন্যবাদও দিয়েছি তাঁকে এই প্রস্তাব দেওয়ার জন্য। আমি পরামর্শ দিয়েছি, এই সময়ের অভিনেত্রীদের নিয়ে কাজ করতে।”

অভিনয়ের সঙ্গে আঁখি আলমগীরের দীর্ঘ বিরতি থাকলেও তা একেবারে শূন্য নয়। ১৯৮৪ সালে আমজাদ হোসেনের ‘ভাত দে’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি এবং সেখানেই তার প্রথম ও একমাত্র অভিনয়। ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সেরা শিশুশিল্পী হিসেবে।

এরপর নব্বইয়ের দশকে গানে মনোনিবেশ করেন আঁখি। প্লেব্যাক শুরু করার পর থেকে গানেই নিজের জায়গা তৈরি করেন। একের পর এক হিট গান এবং জনপ্রিয় অ্যালবামের মাধ্যমে তিনি দেশের সংগীতাঙ্গনে নিজেকে শক্তভাবে প্রতিষ্ঠিত করেন।

গানকে ভালোবেসেই অভিনয় থেকে দূরে থাকা এই শিল্পী বলেন, “গানেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। অভিনয়ের ইচ্ছা কখনোই ছিল না।”

প্রসঙ্গত, আঁখি আলমগীর এর আগে বহুবার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও কখনো তাতে সাড়া দেননি। বরাবরের মতো এবারও সেই অবস্থানেই অনড় থাকলেন তিনি।

Write Your Comment

About Author Information

Akram

শুল্ক দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের ভারত সফর বাতিল, আটকে গেল বাণিজ্য আলোচনা

অবাক হইনি, এ রকম প্রস্তাব প্রায়ই আসে: আঁখি আলমগীর

Update Time : 10:23:17 am, Sunday, 17 August 2025

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর অভিনয়ের প্রস্তাব পেয়ে একটুও বিস্মিত নন। বরং তিনি জানান, এমন প্রস্তাব প্রায়ই এসে থাকে। যদিও তিনি বারবারই অভিনয়ের প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিচ্ছেন।

সম্প্রতি এম এস প্রোডাকশনের একটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান ‘জল পড়ে পাতা নড়ে’ খ্যাত এই গায়িকা। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আঁখি বলেন, “আমি অবাক হইনি, কারণ এ রকম প্রস্তাব প্রায়ই আসে। প্রযোজককে শুধু বললাম, গানই আমার প্রথম পছন্দ। অভিনয় করতে চাইলে এত দিন নিয়মিত হয়ে যেতাম। তবে ধন্যবাদও দিয়েছি তাঁকে এই প্রস্তাব দেওয়ার জন্য। আমি পরামর্শ দিয়েছি, এই সময়ের অভিনেত্রীদের নিয়ে কাজ করতে।”

অভিনয়ের সঙ্গে আঁখি আলমগীরের দীর্ঘ বিরতি থাকলেও তা একেবারে শূন্য নয়। ১৯৮৪ সালে আমজাদ হোসেনের ‘ভাত দে’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি এবং সেখানেই তার প্রথম ও একমাত্র অভিনয়। ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সেরা শিশুশিল্পী হিসেবে।

এরপর নব্বইয়ের দশকে গানে মনোনিবেশ করেন আঁখি। প্লেব্যাক শুরু করার পর থেকে গানেই নিজের জায়গা তৈরি করেন। একের পর এক হিট গান এবং জনপ্রিয় অ্যালবামের মাধ্যমে তিনি দেশের সংগীতাঙ্গনে নিজেকে শক্তভাবে প্রতিষ্ঠিত করেন।

গানকে ভালোবেসেই অভিনয় থেকে দূরে থাকা এই শিল্পী বলেন, “গানেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। অভিনয়ের ইচ্ছা কখনোই ছিল না।”

প্রসঙ্গত, আঁখি আলমগীর এর আগে বহুবার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও কখনো তাতে সাড়া দেননি। বরাবরের মতো এবারও সেই অবস্থানেই অনড় থাকলেন তিনি।