গাজীপুর মহানগরের একটি আবাসিক হোটেলে পুলিশের অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১০ জন তরুণী রয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বাসন থানার অন্তর্গত চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল থেকে ১০ তরুণীসহ ১৩ জনকে আটক করা হয়। তারা সবাই অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযান চলাকালে হোটেলের বেশ কয়েকজন কর্মচারী পালিয়ে যান।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের রোববার আদালতে পাঠানো হবে। হোটেলটিতে দীর্ঘদিন ধরেই এ ধরনের অনৈতিক কার্যকলাপ চলছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।