ফিলিস্তিনের ইতিহাসে নতুন মাইলফলক যুক্ত হলো। আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন একজন ফিলিস্তিনি প্রতিযোগী। তিনি হলেন দুবাইভিত্তিক ফিলিস্তিনি সুন্দরী নাদিন আয়ুব।
এই মুহূর্তে শুধু রূপ-সৌন্দর্য নয়, বরং একটি জাতির সংগ্রাম, পরিচয় ও অস্তিত্বের প্রতিনিধিত্ব করতে চলেছেন নাদিন। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৫’। প্রতিযোগিতায় অংশগ্রহণের ঘোষণা দিয়ে নাদিন ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে।
গত ১৩ আগস্ট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি বলেন, “আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, এবার প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে ‘মিস ইউনিভার্স’-এ অংশ নিচ্ছি। এটা শুধু কোনো সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বরং সত্য বলার মঞ্চ।”
নাদিনের ভাষ্য, গাজা যখন ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন তিনি বিশ্বমঞ্চে ফিলিস্তিনিদের কণ্ঠস্বর হিসেবে দাঁড়াতে চান। তার ভাষায়, “আমি কেবল একজন সুন্দরী প্রতিযোগী নই, আমি একজন কণ্ঠস্বর—যারা নিরব ছিল না, যারা ভেঙে পড়েনি। আমি সেই নারী ও শিশুদের প্রতিনিধিত্ব করছি, যাদের সাহস আর সংগ্রাম বিশ্বকে দেখা উচিত।”
নাদিন আরও বলেন, “ফিলিস্তিনিরা শুধু কষ্টের প্রতীক নয়, আমরা আশার প্রতীক। জন্মভূমির প্রতি ভালোবাসা আজও আমাদের ভেতরে অটুট রয়েছে।”
দুবাই ও রামাল্লাহর মধ্যে বসবাসকারী নাদিন ২০২২ সালে ‘মিস প্যালেস্টাইন’ খেতাব অর্জন করেন। এরপর থেকেই তিনি আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের নারী ও শিশুদের পক্ষে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।