বাংলাদেশে গেমিং অঙ্গনে ইতিহাস গড়তে চলেছে জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ফ্রি ফায়ার। আয়োজক গারেনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে—২০২৫ সালের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় গেমিং প্রতিযোগিতা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ ২০২৫ (FFWS BD 2025)।
শুক্রবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে গারেনা জানায়, এবারের আসরের প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৬৬ লাখ টাকা, যা দেশের ই-স্পোর্টস ইতিহাসে সর্বোচ্চ।
এই টুর্নামেন্ট শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের গেমারদের জন্য দিচ্ছে বড় সুযোগ। বিজয়ী দল প্রতিনিধিত্ব করবে ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজিত ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনাল ২০২৫-এ।
প্রতিযোগিতার প্রাথমিক পর্ব শুরু হচ্ছে ১৮ আগস্ট থেকে। এখান থেকে বাছাই হয়ে মূলপর্বে অংশ নেবে মোট ১৮টি দল, যারা তিন সপ্তাহ ধরে গ্রুপ রাউন্ড ও প্লে-অফে লড়বে চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য। গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ ও ৪ অক্টোবর।
ইতোমধ্যেই টুর্নামেন্ট নিয়ে গেমারদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে টিম আরএইচকে (Team RHK) ও টিম জেবি (Team JB) সরাসরি মূলপর্বে জায়গা পাওয়ায়, তাদের ঘিরে আলাদা প্রত্যাশা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই দুটি দল শিরোপার অন্যতম দাবিদার।
গারেনা জানিয়েছে, টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। এ প্রতিযোগিতা শুধুমাত্র একটি গেমিং ইভেন্ট নয়, বরং বাংলাদেশের উদীয়মান গেমারদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরারও এক বড় সুযোগ।