12:04 pm, Saturday, 16 August 2025

বর্তমান সংবিধানে নির্বাচন হলে অংশ নেবে না এনসিপি: হান্নান মাসউদ

  • Akram
  • Update Time : 10:45:38 am, Saturday, 16 August 2025
  • 7

বর্তমান সংবিধানে নির্বাচন হলে অংশ নেবে না এনসিপি: হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বর্তমান সংবিধানের আওতায় অনুষ্ঠিত নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, জুলাই সনদের আইনগত স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এনসিপি কোনো নির্বাচনে অংশ নেবে না।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ’ আয়োজিত এক স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হান্নান মাসউদ অভিযোগ করেন, “ড. মুহাম্মদ ইউনূস আমাদের ব্যবহার করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে একতরফা চুক্তি করেছেন। সব রাজনৈতিক দলকে উপেক্ষা করে সেই দলটির সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এতে রাজনৈতিক প্রতারণার গন্ধ আছে।”

তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত জুলাই সনদকে আইনি স্বীকৃতি না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা, যারা জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, তাদের ‘দেশদ্রোহী’ বলার সুযোগ থাকছে। সরকার আমাদের ফাঁসিতে ঝোলাতে চায় বলেই এই স্বীকৃতি দিচ্ছে না।”

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি নেতা। তার দাবি, “এই সরকার ১০৬ অনুচ্ছেদের অধীনে শপথ নিলেও তাদের হাতে নির্বাচনের দায়িত্ব নেই। এখন তারা নতুন করে ওই অনুচ্ছেদে পরিবর্তন এনে হাইকোর্টের রায়ের মাধ্যমে একটি নির্বাচন দিতে চায়।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের পর যারা ক্ষমতায় এসেছে, তারা নতুন সংবিধান দেওয়ার কথা বলেছিল। অথচ এখন আবার পুরোনো সংবিধানের অধীনেই নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। আমরা শুরু থেকেই গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছি, কিন্তু সেই বিষয়েও কোনো অগ্রগতি নেই।”

হান্নান মাসউদ স্পষ্ট করে জানান, জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং সাংবিধানিক কাঠামোর স্পষ্টতা না পাওয়া পর্যন্ত এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য আব্দুল জাহের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান।

Write Your Comment

About Author Information

Akram

মিস ইউনিভার্সে প্রথমবার অংশ নিচ্ছেন ফিলিস্তিনি সুন্দরী নাদিন আয়ুব

বর্তমান সংবিধানে নির্বাচন হলে অংশ নেবে না এনসিপি: হান্নান মাসউদ

Update Time : 10:45:38 am, Saturday, 16 August 2025

বর্তমান সংবিধানের আওতায় অনুষ্ঠিত নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, জুলাই সনদের আইনগত স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এনসিপি কোনো নির্বাচনে অংশ নেবে না।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ’ আয়োজিত এক স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হান্নান মাসউদ অভিযোগ করেন, “ড. মুহাম্মদ ইউনূস আমাদের ব্যবহার করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে একতরফা চুক্তি করেছেন। সব রাজনৈতিক দলকে উপেক্ষা করে সেই দলটির সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এতে রাজনৈতিক প্রতারণার গন্ধ আছে।”

তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত জুলাই সনদকে আইনি স্বীকৃতি না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা, যারা জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, তাদের ‘দেশদ্রোহী’ বলার সুযোগ থাকছে। সরকার আমাদের ফাঁসিতে ঝোলাতে চায় বলেই এই স্বীকৃতি দিচ্ছে না।”

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি নেতা। তার দাবি, “এই সরকার ১০৬ অনুচ্ছেদের অধীনে শপথ নিলেও তাদের হাতে নির্বাচনের দায়িত্ব নেই। এখন তারা নতুন করে ওই অনুচ্ছেদে পরিবর্তন এনে হাইকোর্টের রায়ের মাধ্যমে একটি নির্বাচন দিতে চায়।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের পর যারা ক্ষমতায় এসেছে, তারা নতুন সংবিধান দেওয়ার কথা বলেছিল। অথচ এখন আবার পুরোনো সংবিধানের অধীনেই নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। আমরা শুরু থেকেই গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছি, কিন্তু সেই বিষয়েও কোনো অগ্রগতি নেই।”

হান্নান মাসউদ স্পষ্ট করে জানান, জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং সাংবিধানিক কাঠামোর স্পষ্টতা না পাওয়া পর্যন্ত এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য আব্দুল জাহের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান।