12:32 pm, Friday, 15 August 2025

‘পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক হুমকি আর মেনে নেব না’

  • Akram
  • Update Time : 11:48:15 am, Friday, 15 August 2025
  • 6

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাকিস্তান থেকে আসা পারমাণবিক হামলার হুমকি আর সহ্য করবে না ভারত, সাফ জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা প্রাঙ্গণে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে দেয়া বক্তব্যে মোদি বলেন, “আমরা বহুদিন ধরে এই ব্ল্যাকমেইল সহ্য করে এসেছি। কিন্তু এবার নয়।” তিনি আরও বলেন, যদি পাকিস্তান তার আগ্রাসন ও হুমকির পথ না ছাড়ে, তাহলে ভারতের জবাব দেবে সেনাবাহিনীই।

পারমাণবিক হুমকির পাশাপাশি মোদি কড়া বার্তা দেন সিন্ধু পানিচুক্তি নিয়েও। তিনি বলেন, “ভারতের পানি বহু বছর ধরে শত্রুপক্ষের জমি সেচে ব্যবহার হয়েছে, অথচ আমার দেশের ভূমি ছিল শুকনো। এবার ভারত ও ভারতীয় কৃষকরা নিজেদের প্রাপ্য পানির অধিকার পাবে। সিন্ধু পানিচুক্তির মতো অন্যায্য সমঝোতায় আমরা আর রাজি নই।”

তিনি বলেন, “পানি ও রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না।” তার এই মন্তব্য পাকিস্তানের প্রতি পরোক্ষ বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদির ভাষণে সন্ত্রাসবাদ ও তা লালন-পালনকারী রাষ্ট্র নিয়েও উঠে আসে কঠোর বার্তা। তিনি বলেন, “সন্ত্রাস এবং যারা তা পোষণ করে, তাদের আমরা আলাদা করে দেখবো না। এরা সবাই মানবতার শত্রু। আর এবার ভারত চুপ করে থাকবে না।”

সম্প্রতি পাকিস্তান থেকে আসা পারমাণবিক হামলার হুমকি এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হলেও ভারত একের পর এক কূটনৈতিক ও প্রতিরক্ষা-সম্পর্কিত কঠোর পদক্ষেপ নিচ্ছে।

সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও একটি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে, যার পাল্টা জবাবে দিল্লি থেকে আসছে কঠোর ভাষার প্রতিক্রিয়া।

Write Your Comment

About Author Information

Akram

‘পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক হুমকি আর মেনে নেব না’

Update Time : 11:48:15 am, Friday, 15 August 2025

পাকিস্তান থেকে আসা পারমাণবিক হামলার হুমকি আর সহ্য করবে না ভারত, সাফ জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা প্রাঙ্গণে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে দেয়া বক্তব্যে মোদি বলেন, “আমরা বহুদিন ধরে এই ব্ল্যাকমেইল সহ্য করে এসেছি। কিন্তু এবার নয়।” তিনি আরও বলেন, যদি পাকিস্তান তার আগ্রাসন ও হুমকির পথ না ছাড়ে, তাহলে ভারতের জবাব দেবে সেনাবাহিনীই।

পারমাণবিক হুমকির পাশাপাশি মোদি কড়া বার্তা দেন সিন্ধু পানিচুক্তি নিয়েও। তিনি বলেন, “ভারতের পানি বহু বছর ধরে শত্রুপক্ষের জমি সেচে ব্যবহার হয়েছে, অথচ আমার দেশের ভূমি ছিল শুকনো। এবার ভারত ও ভারতীয় কৃষকরা নিজেদের প্রাপ্য পানির অধিকার পাবে। সিন্ধু পানিচুক্তির মতো অন্যায্য সমঝোতায় আমরা আর রাজি নই।”

তিনি বলেন, “পানি ও রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না।” তার এই মন্তব্য পাকিস্তানের প্রতি পরোক্ষ বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদির ভাষণে সন্ত্রাসবাদ ও তা লালন-পালনকারী রাষ্ট্র নিয়েও উঠে আসে কঠোর বার্তা। তিনি বলেন, “সন্ত্রাস এবং যারা তা পোষণ করে, তাদের আমরা আলাদা করে দেখবো না। এরা সবাই মানবতার শত্রু। আর এবার ভারত চুপ করে থাকবে না।”

সম্প্রতি পাকিস্তান থেকে আসা পারমাণবিক হামলার হুমকি এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হলেও ভারত একের পর এক কূটনৈতিক ও প্রতিরক্ষা-সম্পর্কিত কঠোর পদক্ষেপ নিচ্ছে।

সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও একটি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে, যার পাল্টা জবাবে দিল্লি থেকে আসছে কঠোর ভাষার প্রতিক্রিয়া।