আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও সক্রিয় রাজনীতিতে ফেরা জি এম কাদের বুধবার (১৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে ঢাকা জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, “আওয়ামী লীগ যখন জামায়াতকে নিষিদ্ধ করেছিল, আমি তখনই প্রতিবাদ করেছিলাম। আজও বলছি—আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে সেটিও গ্রহণযোগ্য হবে না।”
তিনি আরও জানান, অতীতে আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিয়েই জাতীয় পার্টিকে “স্বৈরাচারের দোসর” আখ্যা দেওয়া হয়েছে। গৃহপালিত বিরোধী দল বলেও অপবাদ শুনতে হয়েছে দলটিকে। তবে এবার আর ভয় বা চাপে পিছু হটবে না জাপা, এমন বার্তা দেন তিনি।
গত জুলাই মাসে আদালতের আদেশে দলের চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বুধবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই তিনি সরাসরি রাজনীতির মাঠে ফেরেন।
সাবেক এই বিরোধী দলীয় নেতা বলেন, “আমিই ছিলাম শেখ হাসিনার সবচেয়ে বড় সমালোচক। ভোটাধিকার রক্ষায় আন্দোলন করেছি, জুলাইয়ের অভ্যুত্থানেও আমরা ছিলাম সামনের কাতারে।”
গত ৯ আগস্ট জাপা থেকে বহিষ্কৃত একাংশ জ্যেষ্ঠ নেতা নিজেদের কাউন্সিল করে লাঙল প্রতীক দাবি করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন। এই প্রসঙ্গে কাদের বলেন, “লাঙল প্রতীক যদি অন্য কাউকে দিতে চায়, আমরা রাজপথে নামব। সরকারি জুলুম-নির্যাতনের ভয় নেই। প্রয়োজনে জনগণের জন্য জীবন দেব, কিন্তু অন্যায় দেখলে মুখ বন্ধ করব না।”
সভায় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা।