স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশে মানসিক ভেঙে পড়া, এরপর ফেসবুকে আত্মহত্যার ঘোষণা, আর তার ঠিক পরদিনই হার্ট অ্যাটাক। চরম দুশ্চিন্তায় এখন হিরো আলম ভক্তরা।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বহুল সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
বিকেল সাড়ে ৪টার দিকে বুকের তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা প্রথমে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে গণমাধ্যমকর্মীদের ভিড় বেড়ে যাওয়ায়, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেয়। পরে দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে তার চিকিৎসা চলছে।
আগের দিন ফেসবুকে লিখেছিলেন, “আজকেই মারা যাব” । এর ঠিক আগের দিন, মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে, নিজের ফেসবুক পেজে আত্মহত্যার হুমকি দিয়ে পোস্ট দেন হিরো আলম।
তার ভাষায়, “রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজ নিজেকে শেষ করে বুঝিয়ে দেব, আমিই রিয়েল ছিলাম। কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।”
এই পোস্ট প্রকাশের পর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই উদ্বেগ প্রকাশ করেন তার মানসিক অবস্থা নিয়ে।
পরে এক ভিডিও বার্তায় হিরো আলম জানান, পরিবারের সদস্য ও সন্তানদের অনুরোধে তিনি আত্মহত্যার চিন্তা থেকে সরে এসেছেন।
তবে এখন শরীরের অবস্থা নিয়ে ভিন্ন বিপদে পড়েছেন এই আলোচিত মুখ।
বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।