11:40 am, Thursday, 14 August 2025

শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদি বরাবর চিঠি

  • Akram
  • Update Time : 10:46:19 am, Thursday, 14 August 2025
  • 6

শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদি বরাবর চিঠি। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা। একইসঙ্গে, চিঠিতে ভারত সরকারের বাংলাদেশবিষয়ক নীতি এবং দেশটির ‘আগ্রাসী ভূমিকায়’ ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কাছে চিঠিটি হস্তান্তর করে জাগপা।

বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ওই চিঠিতে স্বাক্ষর করেন দলটির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। যদিও হাইকমিশনের পক্ষ থেকে কেউ সরাসরি চিঠি গ্রহণ করেননি, পরে তা গ্রহণ করেন ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহ।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে জাগপার পক্ষ থেকে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি, স্মরণ করিয়ে দেওয়া হয় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতের ভূমিকা ও সম্পর্কের সূচনার কথা। তবে এতে অভিযোগ করা হয়, মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে প্রায় ৪ বিলিয়ন ডলারের সমমূল্যের সম্পদ লুট করে নিয়ে যায়, আর স্বাধীনতা পরবর্তী সময়ে ভারত বাংলাদেশকে কার্যত করদ রাজ্য হিসেবে দেখতে চেয়েছে—যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে।

চিঠিতে আরও বলা হয়, ভারত দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যকার ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করে আসছে। পাশাপাশি, বাংলাদেশের কিছু অংশ ভারত অবৈধভাবে দখল করে রেখেছে বলেও অভিযোগ তোলা হয়। ট্রানজিট সুবিধা ও করিডরের ব্যবহার নিয়েও ভারতীয় সরকারের ওপর ক্ষোভ ঝাড়ে জাগপা। চিঠিতে সরাসরি অভিযোগ করা হয়, ভারতের গোয়েন্দা সংস্থা র (RAW) এবং ভারতীয় সশস্ত্র বাহিনী বাংলাদেশের প্রশাসনে ‘অননুমোদিত হস্তক্ষেপ’ চালিয়ে আসছে, যা শুধু অনৈতিক নয়, বরং ভারতের মতো একটি রাষ্ট্রের জন্য লজ্জাজনক।

Write Your Comment

About Author Information

Akram

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদি বরাবর চিঠি

Update Time : 10:46:19 am, Thursday, 14 August 2025

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা। একইসঙ্গে, চিঠিতে ভারত সরকারের বাংলাদেশবিষয়ক নীতি এবং দেশটির ‘আগ্রাসী ভূমিকায়’ ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কাছে চিঠিটি হস্তান্তর করে জাগপা।

বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ওই চিঠিতে স্বাক্ষর করেন দলটির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। যদিও হাইকমিশনের পক্ষ থেকে কেউ সরাসরি চিঠি গ্রহণ করেননি, পরে তা গ্রহণ করেন ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহ।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে জাগপার পক্ষ থেকে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি, স্মরণ করিয়ে দেওয়া হয় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতের ভূমিকা ও সম্পর্কের সূচনার কথা। তবে এতে অভিযোগ করা হয়, মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে প্রায় ৪ বিলিয়ন ডলারের সমমূল্যের সম্পদ লুট করে নিয়ে যায়, আর স্বাধীনতা পরবর্তী সময়ে ভারত বাংলাদেশকে কার্যত করদ রাজ্য হিসেবে দেখতে চেয়েছে—যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে।

চিঠিতে আরও বলা হয়, ভারত দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যকার ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করে আসছে। পাশাপাশি, বাংলাদেশের কিছু অংশ ভারত অবৈধভাবে দখল করে রেখেছে বলেও অভিযোগ তোলা হয়। ট্রানজিট সুবিধা ও করিডরের ব্যবহার নিয়েও ভারতীয় সরকারের ওপর ক্ষোভ ঝাড়ে জাগপা। চিঠিতে সরাসরি অভিযোগ করা হয়, ভারতের গোয়েন্দা সংস্থা র (RAW) এবং ভারতীয় সশস্ত্র বাহিনী বাংলাদেশের প্রশাসনে ‘অননুমোদিত হস্তক্ষেপ’ চালিয়ে আসছে, যা শুধু অনৈতিক নয়, বরং ভারতের মতো একটি রাষ্ট্রের জন্য লজ্জাজনক।