শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে পর্যন্ত শিরোপা ছিল টটেনহামের নাগালের একেবারে কাছেই। কিন্তু হঠাৎ করেই ঘুরে দাঁড়ালো পিএসজি। দুই গোলে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচে সমতা ফেরায় ফরাসি ক্লাবটি, এরপর টাইব্রেকারে জিতে নেয় উয়েফা সুপার কাপের শিরোপা।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই নাটকীয় ফাইনালে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জয় পায় পিএসজি। চলতি বছরে এটি তাদের পঞ্চম শিরোপা।
৮৪ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল টটেনহাম হটস্পার। ইউরোপা লিগজয়ী দলটি দ্বিতীয় ট্রফির স্বপ্নে বিভোর ছিল। তবে ৮৫ মিনিটে লি কাং ইন দূরপাল্লার এক দুর্দান্ত শটে ব্যবধান কমান। ইনজুরি টাইমে উসমান দেম্বেলের পাস থেকে গনসালো রামোস গোল করে ম্যাচে সমতা আনেন।
এই শিরোপা জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর প্রথমবারের মতো সুপার কাপ চ্যাম্পিয়ন হলো কোনো ফরাসি ক্লাব।
শুটআউটেও শুরুটা ভালো করেনি পিএসজি। প্রথম শটেই ভিতিনহা গোল করতে ব্যর্থ হন। কিন্তু জবাবে টটেনহামের মিকি ফন ডার ভেন ও মাথিস তেল গোল করতে পারেননি। শেষ পর্যন্ত নুনো মেন্দেস নির্ভরতায় শেষ শটটি জালে জড়ান এবং জয়ের আনন্দে মাতেন লুইস এনরিকের শিষ্যরা।
টটেনহামের নতুন কোচ ফ্রাঙ্ক এই ম্যাচ দিয়েই প্রথমবার ডাগআউটে দাঁড়ান। কিন্তু অভিষেকেই চরম হতাশ হতে হলো তাকে। মে মাসে ইউরোপা লিগ জয়ের পর বরখাস্ত হওয়া আঙ্গে পোস্তেকগলুর জায়গায় নিয়োগ পান ফ্রাঙ্ক।
ম্যাচের শুরুতে ইতালির উদিনেতে প্রথমার্ধে ফন ডার ভেন এর জোড়া গোলে এগিয়ে যায় টটেনহাম। দ্বিতীয় গোলটি আসে জোয়াও পালহিনহার শট ফিরিয়ে দেওয়ার পর রিবাউন্ড থেকে।
ম্যাচের আগে হঠাৎ করেই দল থেকে বাদ পড়েন জিয়ানলুইজি দোনারুম্মা। পরে জানা যায়, তিনি ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফলে তরুণ গোলরক্ষক লুকাস শেভালিয়েরর কাঁধে পড়ে যায় দায়িত্ব। দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ান রোমেরোর হেড ঠেকাতে ব্যর্থ হন তিনি, ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পিএসজি।
কিন্তু শেষ পর্যন্ত শেভালিয়েরই হন ম্যাচের নায়ক—টাইব্রেকারে গুরুত্বপূর্ণ এক সেভে জয়ে বড় ভূমিকা রাখেন।