11:37 am, Thursday, 14 August 2025

যুদ্ধ থামাও, না হলে ফল ভুগবে: পুতিনকে ট্রাম্পের কড়া বার্তা

  • Akram
  • Update Time : 09:49:45 am, Thursday, 14 August 2025
  • 11

যুদ্ধ থামাও, না হলে ফল ভুগবে: পুতিনকে ট্রাম্পের কড়া বার্তা। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি সম্মত না হন, তাহলে তাকে “অত্যন্ত গুরুতর পরিণতির” সম্মুখীন হতে হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আসন্ন আলাস্কা শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এ ইঙ্গিত দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানায় তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।

ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। এটা নিয়ে কোনো ভুল ধারণার সুযোগ নেই।”

এর আগে, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। ওই বৈঠককে তিনি ‘খুবই আন্তরিক’ এবং ‘গঠনমূলক’ বলে অভিহিত করেন।

আনাদোলুর প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট পদের দ্বিতীয় মেয়াদে এটাই হতে যাচ্ছে পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রথম সরাসরি সাক্ষাৎ। এটি অনুষ্ঠিত হবে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে। সেই বৈঠক থেকেই সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনা—ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির মধ্যে—ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, “আমরা হয়তো দ্বিতীয় একটি বৈঠক করবো, যা প্রথমটির চেয়েও বেশি কার্যকর হতে পারে। প্রথম বৈঠকে আমি পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করবো। যদি সেটি ইতিবাচক হয়, তাহলে দ্বিতীয় বৈঠক দ্রুতই আয়োজন করবো—তবে অবশ্যই পুতিন ও জেলেনস্কির সম্মতি সাপেক্ষে।”

তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, দ্বিতীয় বৈঠক তখনই হবে যদি প্রথম বৈঠকের ফল ইতিবাচক হয় এবং প্রয়োজনীয় অগ্রগতি অর্জিত হয়। অন্যথায়, “আমি যদি মনে করি দ্বিতীয় বৈঠক প্রাসঙ্গিক নয় বা প্রয়োজন নেই, তাহলে সেটি আর হবে না,” বলেন তিনি।

Write Your Comment

About Author Information

Akram

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

যুদ্ধ থামাও, না হলে ফল ভুগবে: পুতিনকে ট্রাম্পের কড়া বার্তা

Update Time : 09:49:45 am, Thursday, 14 August 2025

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি সম্মত না হন, তাহলে তাকে “অত্যন্ত গুরুতর পরিণতির” সম্মুখীন হতে হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আসন্ন আলাস্কা শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এ ইঙ্গিত দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানায় তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।

ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। এটা নিয়ে কোনো ভুল ধারণার সুযোগ নেই।”

এর আগে, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। ওই বৈঠককে তিনি ‘খুবই আন্তরিক’ এবং ‘গঠনমূলক’ বলে অভিহিত করেন।

আনাদোলুর প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট পদের দ্বিতীয় মেয়াদে এটাই হতে যাচ্ছে পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রথম সরাসরি সাক্ষাৎ। এটি অনুষ্ঠিত হবে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে। সেই বৈঠক থেকেই সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনা—ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির মধ্যে—ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, “আমরা হয়তো দ্বিতীয় একটি বৈঠক করবো, যা প্রথমটির চেয়েও বেশি কার্যকর হতে পারে। প্রথম বৈঠকে আমি পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করবো। যদি সেটি ইতিবাচক হয়, তাহলে দ্বিতীয় বৈঠক দ্রুতই আয়োজন করবো—তবে অবশ্যই পুতিন ও জেলেনস্কির সম্মতি সাপেক্ষে।”

তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, দ্বিতীয় বৈঠক তখনই হবে যদি প্রথম বৈঠকের ফল ইতিবাচক হয় এবং প্রয়োজনীয় অগ্রগতি অর্জিত হয়। অন্যথায়, “আমি যদি মনে করি দ্বিতীয় বৈঠক প্রাসঙ্গিক নয় বা প্রয়োজন নেই, তাহলে সেটি আর হবে না,” বলেন তিনি।