11:36 am, Thursday, 14 August 2025

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

  • Akram
  • Update Time : 09:35:17 am, Thursday, 14 August 2025
  • 9

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন ড. ইউনূস।

উল্লেখ্য, ১১ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে পৌঁছান ড. ইউনূস। সফরের শুরুতেই তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

সফরের দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) ও তিনটি আনুষ্ঠানিক নোট বিনিময় হয়।

এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে: প্রতিরক্ষা খাতে সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ এবং অবকাঠামো নির্মাণ সংক্রান্ত চুক্তি, বিআইআইএসএস (বাংলাদেশ) ও আইএসআইএস (মালয়েশিয়া) এর মধ্যে কৌশলগত সহযোগিতা, বিএমসিসিআই ও মালয়েশিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিমোস-এর মধ্যে সমঝোতা, এফবিসিসিআই এবং মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়িক চেম্বারের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা।

সফর শেষে ড. ইউনূসের এই সফরকে দুই দেশের সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Write Your Comment

About Author Information

Akram

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

Update Time : 09:35:17 am, Thursday, 14 August 2025

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন ড. ইউনূস।

উল্লেখ্য, ১১ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে পৌঁছান ড. ইউনূস। সফরের শুরুতেই তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

সফরের দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) ও তিনটি আনুষ্ঠানিক নোট বিনিময় হয়।

এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে: প্রতিরক্ষা খাতে সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ এবং অবকাঠামো নির্মাণ সংক্রান্ত চুক্তি, বিআইআইএসএস (বাংলাদেশ) ও আইএসআইএস (মালয়েশিয়া) এর মধ্যে কৌশলগত সহযোগিতা, বিএমসিসিআই ও মালয়েশিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিমোস-এর মধ্যে সমঝোতা, এফবিসিসিআই এবং মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়িক চেম্বারের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা।

সফর শেষে ড. ইউনূসের এই সফরকে দুই দেশের সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।