4:05 pm, Wednesday, 13 August 2025

কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে হাতেনাতে ধরা যুবক

  • Akram
  • Update Time : 12:15:25 pm, Wednesday, 13 August 2025
  • 14

কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে হাতেনাতে ধরা যুবক। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালী কেন্দ্রীয় কারাগারে বন্দি এক বন্ধুর জন্য গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন জিয়াউর রহমান জিয়া (৩৫) নামের এক যুবক। তবে শেষরক্ষা হয়নি—কারারক্ষীদের হাতে ঘটনাস্থলেই ধরা পড়েন তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। জিয়াউর রহমান কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা এবং শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

কারাগারের নিরাপত্তা তল্লাশির সময় তার সঙ্গে থাকা গাঁজার প্যাকেট শনাক্ত করেন কারারক্ষীরা। পরে তাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব রায়হানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জিয়াউর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ। তিনি বলেন, “সাজাপ্রাপ্ত এক আসামিকে গাঁজা সরবরাহ করতে এসে হাতেনাতে ধরা পড়েন জিয়াউর রহমান। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে। পটুয়াখালী কারাগারসহ জেলার সব জায়গায় মাদক নির্মূলে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।”

Write Your Comment

About Author Information

Akram

কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে হাতেনাতে ধরা যুবক

Update Time : 12:15:25 pm, Wednesday, 13 August 2025

পটুয়াখালী কেন্দ্রীয় কারাগারে বন্দি এক বন্ধুর জন্য গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন জিয়াউর রহমান জিয়া (৩৫) নামের এক যুবক। তবে শেষরক্ষা হয়নি—কারারক্ষীদের হাতে ঘটনাস্থলেই ধরা পড়েন তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। জিয়াউর রহমান কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা এবং শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

কারাগারের নিরাপত্তা তল্লাশির সময় তার সঙ্গে থাকা গাঁজার প্যাকেট শনাক্ত করেন কারারক্ষীরা। পরে তাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব রায়হানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জিয়াউর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ। তিনি বলেন, “সাজাপ্রাপ্ত এক আসামিকে গাঁজা সরবরাহ করতে এসে হাতেনাতে ধরা পড়েন জিয়াউর রহমান। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে। পটুয়াখালী কারাগারসহ জেলার সব জায়গায় মাদক নির্মূলে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।”