1:24 pm, Sunday, 27 July 2025

জামায়াত দল নিয়ন্ত্রণ করছে, দেশও নিয়ন্ত্রণ করবে : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী সংগঠন হিসেবে দল পরিচালনায় সফল হয়েছে এবং ভবিষ্যতে দেশের শাসনভার গ্রহণের সক্ষমতা রাখে।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা এ দেশের মানুষকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি। তাই অনুকূল-প্রতিকূল সব অবস্থাতেই আমরা এ দেশেই আছি। অনুকূল অবস্থায় থাকাটা সহজ, কিন্তু প্রতিকূল অবস্থায় টিকে থাকা চ্যালেঞ্জিং।”

 

তিনি আরও বলেন, “পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম হলো ইসলাম। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা সবার সহযোগিতা চাই। জামায়াতের রাজনীতি হবে মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”

 

গত সাড়ে ১৫ বছরে দেশে বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, “গত ৫৪ বছরে জামায়াত বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি। আমাদের কোনো নেতার নামে বেগমপাড়া বা পিসিপাড়া নেই।”

সম্মেলনে দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও রুকন সদস্যরা উপস্থিত ছিলেন। তারা দলীয় সাংগঠনিক কাঠামো ও রাজনৈতিক কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।

 

বাংলাদেশ ডিপ্লোম্যাট/এমআইটি

 

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat বাংলাদেশ ডিপ্লোম্যাট

Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট | A Popular News Portal Of Bangladesh.

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

জামায়াত দল নিয়ন্ত্রণ করছে, দেশও নিয়ন্ত্রণ করবে : ডা. শফিকুর রহমান

Update Time : 06:41:04 pm, Saturday, 26 July 2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী সংগঠন হিসেবে দল পরিচালনায় সফল হয়েছে এবং ভবিষ্যতে দেশের শাসনভার গ্রহণের সক্ষমতা রাখে।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা এ দেশের মানুষকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি। তাই অনুকূল-প্রতিকূল সব অবস্থাতেই আমরা এ দেশেই আছি। অনুকূল অবস্থায় থাকাটা সহজ, কিন্তু প্রতিকূল অবস্থায় টিকে থাকা চ্যালেঞ্জিং।”

 

তিনি আরও বলেন, “পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম হলো ইসলাম। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা সবার সহযোগিতা চাই। জামায়াতের রাজনীতি হবে মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”

 

গত সাড়ে ১৫ বছরে দেশে বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, “গত ৫৪ বছরে জামায়াত বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি। আমাদের কোনো নেতার নামে বেগমপাড়া বা পিসিপাড়া নেই।”

সম্মেলনে দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও রুকন সদস্যরা উপস্থিত ছিলেন। তারা দলীয় সাংগঠনিক কাঠামো ও রাজনৈতিক কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।

 

বাংলাদেশ ডিপ্লোম্যাট/এমআইটি