রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজের ৪ দিন পর শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার লাশ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রিয়ার লাশটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় বলে জানা গেছে।
নিহত আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদিয়াশুলাই গ্রামের ওহাব মৃধার স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, প্রিয়ার ছেলে ওহি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রিয়া প্রতিদিন ছেলেকে স্কুলে নেওয়া-আসা করতেন। সোমবারও ওহিকে স্কুলের শ্রেণিকক্ষে দিয়ে অভিভাবক কক্ষে বসেছিলেন। একপর্যায়ে ছেলে ক্লাশরুম থেকে বের হলে প্রিয়া ছেলের ব্যাগ আনতে ভেতরে যান। এ সময় স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত হয়। এতে অনেকে হতাহত হয়। অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজে পেতে অনেক ছোটাছুটি করতে থাকেন। ওহিকে পাওয়া গেলেও তার মা ঘটনার পর থেকেই নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা ঢাকা সিএমএইচ এ রক্ষিত লাশ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে। এসব নমুনা বিশ্লেষণ করে মোট ৫ জন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। সংগৃহীত নমুনা থেকে প্রস্তুত প্রোফাইল ও ঘটনার পর হতে ২৩ জুলাই পর্যন্ত ৫টি পরিবারের মোট ১১ জন সদস্যের প্রোফাইল বিশ্লেষণ করে ৫টি লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। শনাক্ত লাশের মধ্যে ওহির মা প্রিয়ার লাশ রয়েছে।
নিহত প্রিয়ার স্বামী ওহাব মৃধার ভাই দুলাল মৃধা তার ভাবি প্রিয়ার লাশ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।